ক্ষুদ্র ব্যবসায়ী ও সৃজনশীল ব্যাবসায়ীদের সাথে ইটসি - Songoti

ক্ষুদ্র ব্যবসায়ী ও সৃজনশীল ব্যাবসায়ীদের সাথে ইটসি

Share This

বিশ্বজিৎ দাস, কলকাতাঃ  কলকাতা শহরে হাতে গড়া জিনিস ও সৃজনশীল পণ্যের ছড়াছড়ি। যা কলকাতা শহরের মাইক্রো বানিজ্যিক এবং কারিগরদের উৎসাহ বৃদ্ধির জন্য আয়োজন করেছে 'দ্যা ইটসি কালেক্টিভ-র। যা 'দ্যা ইটসি কালেক্টিভ' আবেগ ও সৃজনশীলতায় পূর্ণ মানুষদের একই মঞ্চে 



নিয়ে আসে। এটি একটি কলকাতা ভিত্তিক অনলাইন বিক্রয়কেন্দ্র ও ইটসি দোকান খোলা সম্মন্ধীয় নানারকম প্রশ্নের উত্তর দেবার জন্য ইটসি - র প্রতিনিধির সাথে কথা বলতে পারেন। সৃজনশীলতা ও কারুশিল্পের চেতনা মানুষের মনের মধ্যে উদ্ভাবন করে ব্লু গ্রাস জার্নাল এর স্থানীয় শিল্পী প্রমিতার সাথে একটি ওয়র্কশপের মাধ্যমে ভিনটেজ কোলাজ কার্ড তৈরী করা শেখাবেন। এই আয়োজনটা খুব ভালো হওয়ায় যেখানে মহিলাদের সংখ্যাটা খুবই বেশি সেখানে বিক্রেতা মহিলার সংখ্যা ৮৭% আর বাকি ১৭% বিক্রেতা তাদেরব বাড়ি থেকে ব্যবসায় চালনা করে থাকেন। এবং ইটসি-র সৃজনশীল কাজের জন্য হোস্ট কান্ট্রি গুলো হল দিল্লি, মুম্বাই, কলকাতা, ভোপাল, আমেদাবাদ, পুনে। ইটসি শুরু হয়েছে ২০০৫ সালে। এবং যার সদর দপ্তর নিউইর্কের ব্রুকলিনে।

No comments:

Post a Comment