নেমই প্রান্তিক ছেলে - মেয়ে দের পরিচয় পথ - Songoti

নেমই প্রান্তিক ছেলে - মেয়ে দের পরিচয় পথ

Share This
নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পূর্ব ভারতের এক অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, নাম (ন্যাশনাল অ্যাকাডেমি অফ মিডিয়া অ্যান্ড ইভেন্টস) প্রতিষ্ঠা করেছে। যা মেগা সোশ্যালে ডাক পড়েছে পরিচয়ের। এবং এটা হচ্ছে বাংলার প্রথম ট্যালেন্ট শো। যা শুধুমাত্র কম সুবিধাযুক্ত শিশু থেকে শুরু করে শিকড় প্রোথিত শিশুরাও বিভিন্ন প্রশিক্ষকের থেকে প্রশিক্ষণ নিতে পারবে এই স্টেজ শোয়ের। যে সমাজে সমতা, শিক্ষার আলোক থেকে দূরে, কম সুবিধাযুক্ত শিশুরাও সজাগ করানোর জন্য পরিচয়ের লক্ষ্যে আসতে পারেন। তারা চার মাসের একটি প্রকল্প রূপায়ণ করেছে যা এই ইভেন্টে তাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে বললেন সহ প্রতিষ্ঠাতা মহাশয় বি কে মন্ত্রী।   ন্যাশনাল অ্যাকাডেমি অফ মিডিয়া অ্যান্ড ইভেন্টসের ১৪২৪ রেজিস্ট্রেশন যাদের মধ্যে ৫০০ জন বাছাই করার মধ্য দিয়ে ১০০ জন অভূতপূর্ব দক্ষতার মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে উঠে এসছে। যা কলা মন্দির অডিটোরিয়ামে ১৬ই অক্টোবর চালু করেছে। যার মধ্যে বিভিন্ন খেলা রয়েছে গান, বিট বক্সিং, নৃত্য, অভিনয়, নাটক প্রভৃতি। আরেকটি অনুষ্ঠানও শুরু করতে চলেছেন নামের স্টুডেন্টদের জন্য নুক্কার নাটক (স্ট্রীট প্লে)। এইসব অনুষ্ঠান আয়োজন করার জন্য তারা পুরস্কার ঘোষণাও করেছেন। যে ৫০০ 
জন  শিশুর মধ্যে ১০০ জনকে বেছে নেওয়া হয়েছে। এবং যে ১০০ জনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্যও শংসাপত্র আছে।  এবং তাঁদের ভবিষ্যত প্রজন্মকে উজ্জ্বল করে তোলবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন ন্যাশনাল অ্যাকাডেমি অফ মিডিয়া অ্যান্ড ইভেন্টস কর্ত্পক্ষ। মিস্টার অমরেশ সিং নাম একাডেমির এক সহ প্রতিষ্ঠাতা বলেছেন যে পরিচয় প্রত্যেক বছরে নামের স্টুডেন্টদের মধ্য দিয়ে আদর্শ মঞ্চের সামনে এনে দাড় করায় যা সেইসব স্টুডেন্টদের মধ্যে পথনির্দেশিকা ছড়িয়ে দেবে নাম কর্ত্পক্ষ। এবং এই নাম ইনস্টিটিউট রয়েছে কলকাতা, ও মুম্বাইতে। যা শিল্পাঞ্চলে ও শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলে। যা বিবাহ পরিকল্পনা, সিনেমা তৈরি, বিজ্ঞাপন, মিডিয়ার মতো পেশাগত দিক যা স্টুডেন্টদের কর্মক্ষেত্রে সাহায্য করে থাকে।

No comments:

Post a Comment