শব্দরা নীরবতা চায়!
নিমগ্নতাও !
চায় নিশ্চুপ একটা বনভূমি,
কিংবা, ধ্যানস্থ পাহাড়!
শব্দের কোলে হাঁটু মুড়ে বসলে
একটা লম্বা নদী দেখা যায়,
দেখা যায় একটা হাত ছোঁয়া আকাশ,
অথবা, তোমার চোখ!
যে চোখে ভালো করে তাকালেই
রাধা তার বনমালিকে দেখতে পায়,
আর তুমি বল, সে না'কি আমি!
শব্দেরা তো কখনোই আমার বা তোমার হয় না।
আমার কেবল তুমি আছো,
আর আছে ধবলী গাই, মেঠো পথ, শালুক ঢাকা শীতল জল।
টুক টুক করে ভিজিয়ে দিচ্ছে যে আমার গোটা জীবন।
আমার আর কিছু চাইনা।
ও শব্দ বরং খুঁটে বেঁধে তুমিই রাখো,
আমায় শুধু কটা অক্ষর ছিঁড়ে দিও।
ওতেই আমার অনুভবের মালা গাঁথা হবে বেশ।
নিমগ্নতাও !
চায় নিশ্চুপ একটা বনভূমি,
কিংবা, ধ্যানস্থ পাহাড়!
শব্দের কোলে হাঁটু মুড়ে বসলে
একটা লম্বা নদী দেখা যায়,
দেখা যায় একটা হাত ছোঁয়া আকাশ,
অথবা, তোমার চোখ!
যে চোখে ভালো করে তাকালেই
রাধা তার বনমালিকে দেখতে পায়,
আর তুমি বল, সে না'কি আমি!
শব্দেরা তো কখনোই আমার বা তোমার হয় না।
আমার কেবল তুমি আছো,
আর আছে ধবলী গাই, মেঠো পথ, শালুক ঢাকা শীতল জল।
টুক টুক করে ভিজিয়ে দিচ্ছে যে আমার গোটা জীবন।
আমার আর কিছু চাইনা।
ও শব্দ বরং খুঁটে বেঁধে তুমিই রাখো,
আমায় শুধু কটা অক্ষর ছিঁড়ে দিও।
ওতেই আমার অনুভবের মালা গাঁথা হবে বেশ।
No comments:
Post a Comment