বিষ্টিজলে স্নান || শেখ মুসলিমা মুন (বাংলাদেশ) || সাহিত্যগ্রাফি - Songoti

বিষ্টিজলে স্নান || শেখ মুসলিমা মুন (বাংলাদেশ) || সাহিত্যগ্রাফি

Share This

ঝরঝর ঝরঝর ঝ-র-ঝ-র...

দোতলার শ্যাওলাধরা ছাঁদ, ছাঁদ ধুয়ে নীচ 
তলার টিনের গ্যারেজ, গ্যারেজের চাল 
বেয়ে লতানো লাউয়ের ডগা, ডগা বেয়ে সবুজ শরীর, শরীরের গা বেয়ে অশ্রান্ত জলের ঢেউ ঢেলে পরে গলগলিয়ে..

সরসর সরসর স-র-স-র স-র

উঠোনের কোলঘেষে বেড়ে ওঠা জবাগাছের আধফোটা কুঁড়ি, সদ্য গজানো সবুজ কলাপাতা, উপর থেকে নীচ, ডাইনে ও বায়ে দুলে দুলে নেচে নেচে স্নান...

আহা! আনন্দ অপার!!

তবুও এ অলস দুপুরে অক্লান্ত শান্তিধারায় নিজেকে বড় ক্লান্ত মনে হয়... 
কাঙ্খিত এ বৃষ্টি স্নানে আজ অনাবিল পুলক নয় অসহায় নোনা জল মিশে যায়..

No comments:

Post a Comment