ফসিল নদী || অরিন্দম চ্যাটার্জী || সাহিত্যগ্রাফি - Songoti

ফসিল নদী || অরিন্দম চ্যাটার্জী || সাহিত্যগ্রাফি

Share This
কোজাগরী আলপনা আঁকা বালিয়াড়ি পা,
মাইল পেরোয়। শুকনো ঠোঁট খোঁজে নিষিদ্ধ জল
চোখে যা ছিল শুকিয়েছে অনেক দিন
কালো সড়ক আর খাণ্ডব পোড়ানো সভ্যতা
শুষে নিয়েছে সমস্ত ছায়া।
শুধু আলো, যা চেয়েছিল বোকা অর্থনীতি
সেই আলোয় পুড়ছে বৃদ্ধ পৃথিবী।
অরণ্য বেচা উন্নত শির দালাল
পাথর কুড়নো জীবাশ্ম কাকটির
প্রাচীনত্ব মাপে, শুকনো কুয়োয়।
কীটনাশকমুখী তৃষ্ণার্ত মেঠো ইঁদুর,
শূন্য গোলায় বুড়ো শালিকের লাশ
বয়ে চলে শিল্প বিপ্লব। এবার মৃত সময়
খাণ্ডব দহনের রাতে পুড়ে ছিল মাটি,
বনচরের চিতায়। তারপর
কত বন-বনান্তর উজাড় হলো
কত জলাশয় নিখোঁজ হলো
প্রসাদ, ইমারত, অট্টালিকার ক্ষুধামান্দ্যে।
করাত কলের পুরাকথা জানে
কত নদী ফসিল হয়েছে আগুনের ন্যায় বোধে।

No comments:

Post a Comment