
জীবনটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে চাই
প্রথম হতে শেষ অবধি ...
কষ্ট নিবারনের স্বার্থে, ভুল ত্রুটির সংশোধন !
আবেগ অনুভূতিগুলো ছুঁড়ে ফেলি ঘুটঘুটে বদ্ধ কারাগারে
সমবেদনার উষ্ণতায় গলন্ত মোমের মতো হৃদয়টা
জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার বানাই ...
বিবেককে চৌরাস্তার মোড়ে ফাঁসীতে ঝোলাই
শহীদ হবার সম্ভাবনায় ।
মূল্যবোধকে আষ্টেপৃষ্ঠে বেঁধে বলি চড়াই
অনৈতিকতার যূপকাষ্ঠে
স্নেহ, মমতা ,ভালোবাসার টুকরোগুলো
ছড়িয়ে ছিটিয়ে দিই শিকারি কুকুরের সামনে
সহজ সরল পাগল পাগল মনটা
পিটিয়ে পিটিয়ে বানাই লৌহ মানবী ।
দূর দুরান্ত পর্যন্ত যেখানে কেউ থাকবে না
সমস্ত অস্তিত্ব জুড়ে ,শুধুই আমি , আমি আর আমি ...
শয়নে , স্বপনে , জাগরণে , অনুভবে ,
এক স্বার্থপর আমি !!!
যে ভালবাসবে শুধুই নিজেকে ,
কোন মধ্যম বা প্রথম পুরুষ নয় ,
গোটাটাই উত্তম পুরুষ , এক বচন !!!
দেখো , সেদিন আমি সুখী হবোই ,
তোমার চোখের বৃষ্টিতেও সেদিন , আমার অন্তরে আসবে না দুঃখের বন্যা ।
No comments:
Post a Comment