দুঃখ || মৈত্রেয়ী ঘোষ || সাহিত্যগ্রাফি - Songoti

দুঃখ || মৈত্রেয়ী ঘোষ || সাহিত্যগ্রাফি

Share This
দুঃখ-- তুমি কাছে এলে,
ভেবেছিলে ঠাঁই পাবে না
আমি কিন্তু গ্রহণ করেছি, হৃদয় জুড়ে
আচ্ছা সুখের কতো সমাদর
আর তোমার নেই তো কোনো আদর?
তুমি কি সত্যি ই এতোটাই কুৎসিত?
নাকি তোমার মর্মস্পর্শী বেদনাময় সৌন্দর্য
দেখতে সাহস পায় না কেউ?
সে রুক্ষ উষ্ণতায় মরতে ভয় নাকি গো সবার?
আমি কিন্তু ডুব দিয়েছি
দেখি কোথায় তোমার তল,
কতোটা তোমার নিষ্ঠুরতা?
সবাই আমায় ত্যাগ করেছে,
ভেবেছো আমি একা? না গো না--
আমি যে তোমায় নিয়ে ঘর বেঁধেছি
যন্ত্রণা আমার অঙ্গে, বেদনা আমার সঙ্গে
বিদ্রূপ আর তাচ্ছিল্য আমার জীবনের রসদ 
বাকি পথটুকু না হয় তোমার সাথেই হাঁটি
তুমি থেকো আমার সাথে,
যখন তুমি ছিলে না, তখন সুখের পায়রা রা
ঘুরঘুর করতো চারিপাশে,
আর আজ মনের সিংহদ্বারে তুমি পাহারায়
তাই আর কেউ ঢুকতে সাহস পায় না।
হয়তো এইভাবেই কাটিয়ে দেবো
তোমার সাথে গোটা একটি জীবন।

No comments:

Post a Comment