পরিবেশ সচেতনতায় রক্তদান উত্তর সালকিয়া সরস্বতী স্পোর্টিং এ - Songoti

পরিবেশ সচেতনতায় রক্তদান উত্তর সালকিয়া সরস্বতী স্পোর্টিং এ

Share This

পায়েল পাল, হাওড়াঃ ক্লাবের বয়স ৪৭, রক্তদান শিবির মোটামুটি ১৮ বছর। গাছ লাগাও - জল ধরো এই সচেতনতা নিয়েই হাওড়া'র উত্তর সালকিয়ার সরস্বতী ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ব্যাক্তিদের প্রদান করা হয়।একটি চারা গাছ ও একটি মান পত্র যা ক্লাব সদস্যা মহুয়া সিকদার অঙ্কিত। ক্লাবের সভাপতি মাননীয় শঙ্কর জানিয়েছেন, "আজ মোট ৫০ জন রক্তদাতাকে আমরা পেয়ে আমরা অভিভূত"।।

No comments:

Post a Comment