আই পি এলের অনুকরনে মার্শাল আর্ট এর নতুন লীগ আইপিএফ এল শিগ্রই আসতে চলেছে কলকাতায় - Songoti

আই পি এলের অনুকরনে মার্শাল আর্ট এর নতুন লীগ আইপিএফ এল শিগ্রই আসতে চলেছে কলকাতায়

Share This
দেবলীনা দত্ত ঘোষ , কলকাতাঃ হ্যা ঠিকই শুনছেন l আই পি এল  এর পর এবার কলকাতায় আসছে মার্শাল আর্ট এর নতুন লীগ আই পি এফ এল (ইন্ডিয়ান প্রিমিয়ার ফাইটিং লীগ )খুব তাড়াতাড়ি। আগেই এই ব্যাপারের সবুজ সংকেত দেওয়া হয়েছিল। কাল বাল্লিগঞ্জ এর র‍্যাডিন্সন হোটেলে আনুষ্ঠানিক ভাবে এই লীগের অংশগ্রহণ কারী দলগুলোর নাম ঘোষিত হল। ভারতের মতো একটি জনবহুল দেশে যেখানে মিশ্র সংস্কৃতির এক অনবদ্য আদান-প্রদান, যেখানে ক্রিকেট নিয়ে উন্মাদনা তুঙ্গে সেখানে মার্শাল আর্ট এর মত বিষয় যে দর্শকদের খুব নিরাশ করবে না সেই চিন্তা থেকেই বুম এম এম এ আই পি এফ এল মার্শাল আর্ট লীগের সূচনা হল। এখানে একজন প্রতিযোগীকে মার্শাল আর্ট  এর বিভিন্ন


বিষয়গুলোর মধ্যে বক্সিং, রেসলিং, ক্যারাটে,  কুংফু প্রমুখ বিষয় গুলো কমপ্লিট করতে হবে। একজন ফাইটার নিজেকে বাঁচাতে যে কোন  এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিতে পারেন -কিক বক্সিং, জুডো।  লীগের বিভিন্ন টিম  গুলোর নাম করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নামে।লীগের আটটি দলের মধ্যে রয়েছে আসাম ওয়ারিয়রস,  পাটনা এমএমএ টাইটান্সস, বেঙ্গল এমএমএ টাইগারস , মুম্বাই এমএমএ সুপ্রিমস, পুনে এম এম এ ড্রাগণস, সিকিম ভ্যাংকুইসার, মনিপুর ফাইটারস এবং ভুবনেশ্বর এম এম এ ফ্যানাটিকসl টিম ওনারদের ও নাম ও ঘোষিত হল এদিন। এনারা হলেন মোহাম্মদ আফরোজ খান, রিতিকা চন্দ্রক,  প্রিন্স চৌধুরি, ঋতু চক্রবর্তী রাকেশ কুমার সাহা প্রমুখ
লীগ নিয়ে মিস্টার নরবু ওয়াংদি ভুটিয়া র কথায়, "আমরা মার্শাল আর্ট কে  একটা বিকল্প ক্যারিয়ার হিসেবে গড়ে দিতে চাই বর্তমান যুব সম্প্রদায়ের কাছে। এখানে অনেক এরকম উদাহরণ রয়েছে যেখানে অনেক শিক্ষিত বেকার যুবক পথভ্রষ্ট। সেই ক্ষেত্রে তাদের মার্শাল আর্টের প্রতি  আগ্রহ থাকলে ক্রিকেটের মতো তারা এটাকে বিকল্প।

No comments:

Post a Comment