যাত্রী || শঙ্কর নাথ প্রামাণিক || সাহিত্যগ্রাফি - Songoti

যাত্রী || শঙ্কর নাথ প্রামাণিক || সাহিত্যগ্রাফি

Share This
এক্সপ্রেস ট্রেনের একটা কামরা।উঠেই চমকে উঠলাম।সারা কামরা  জুড়ে বেশ হৈ চৈ।একপ্রান্তে নাকে অক্সিজেনের নল লাগানো এক বৃদ্ধ খাবি খাচ্ছে।আত্মীয় স্বজনেরা  চিৎকার করছে,কাঁদছে।অন্যপ্রান্তে ছোট্ট একটা জায়গা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে।এক সন্তান সম্ভবার প্রসব বেদনা উঠেছে।কয়েকজন স্ত্রীলোক তাতেই ব্যস্ত হয়ে আছে।মাঝখানে আমি। গভীর উৎকন্ঠা নিয়ে।হঠাৎ ঐদিকে কান্না চতুর্গুন বেড়ে উঠলো।বৃদ্ধ মারা গেল।এদিকে গুনগুন শব্দ।হাসি মেশানো।ছেলে হয়েছে। ছোট্ট একটা স্টেশনে ট্রেনটা থামলো।বাইরে তাকালাম।একজন নেমে গেল।একজন উঠলো।ট্রেনটা ছেড়ে দিলো।

No comments:

Post a Comment