তোমার সঙ্গে দেখা না হলে || শম্পা দাস || সাহিত্যগ্রাফি - Songoti

তোমার সঙ্গে দেখা না হলে || শম্পা দাস || সাহিত্যগ্রাফি

Share This
তোমার সঙ্গে দেখা না হলে,
ভালোলাগা অনুভূত হত না, প্রেম কি তা বোঝা হত না
তোমার সঙ্গে দেখা না হলে,
মিলানের আনন্দ পাওয়া হত না, বিরহ যন্ত্রনা কি ?  তা  জানা হত না,
রিমঝিম বৃষ্টির সুর  শুনি, মনে  আসতো  না,
সিঁদুরে রাঙা হতাম না, জোৎস্না রাতের মাধুর্য বোঝা হত না
তোমার সঙ্গে দেখা না হলে,
মাতৃ স্বাদ পাওয়া হত না, জীবনের পথ চলা হত না।।

No comments:

Post a Comment