স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে ফের জাতীয় সড়ক অবরোধ - Songoti

স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে ফের জাতীয় সড়ক অবরোধ

Share This
দেবাশিস ঘোষ , চাঁচল : বিদ্যুৎ পরিষেবা  স্বাভাবিক করার দাবিতে আবারও  জাতীয় সড়ক অবরোধ | বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল থেকে মালদহের রতুয়া -২ ব্লকের মাগুড়ায় ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।  বাসিন্দাদের অভিযোগ , টানা ৫দিন ধরে বিদ্যুত নেই |তাই ৩দিন আগে  মঙ্গলবারও লস্করপুরে জাতীয় সড়ক অবরোধ করা হয়  | পরিষেবা স্বাভাবিক করার  প্রতিশ্রুতি দেওয়াও হয় |  কিন্তু তারপরেও এলাকায় বিদ্যুত পরিষেবা স্বাভাবিক হয়নি |  বৃষ্টি মাথায় নিয়ে তাই আবারও জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে ।     


         জানা গেছে , এইদিন  সকাল ৯টা থেকে  দুপুর ১২টা পর্যন্ত ৩ঘণ্টা জাতীয় সড়ক  অবরোধ করা হয় | অবরোধের জেরে  নিত্যযাত্রীরা নাজেহাল হন । পথ অবরোধের খবর পেয়েই  ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ |কিন্তু বিক্ষোভকারীরা দাবিতে অনড় থাকেন | পরে অবশ্য  দফতরের তরফে আশ্বাস মেলার পর অবরোধ তুলে নেওয়া হয় | কিন্তু বিকেল পর্য়ন্ত এলাকায় বিদ্যুুৎ পৌঁছায়নি বলে সূত্রের খবর। দিন দুই ধরে ভারি বৃষ্টি হয়েছে | ফলে মাঠে ১১ হাজার ভোল্টের লাইনে  সমস্যা হয়েছে বলে বিদ্যুৎ দফতরের সূত্র থেকে জানা গেছে | আরও জানা গেছে , সামসি পাওয়ার স্টেশন থেকে শ্রীপুর ফিডার লাইনের মাধ্যমে এই এলাকাগুলিতে বিদ্যুত সরবরাহ হয়। বাসিন্দাদের কথায় , ওই ফিডার লাইনের অধীন অন্তত ৩০টি এলাকায় টানা বিদ্যুত বিভ্রাট চলছে। মাগুড়া, হরিরামপুর, চাতোর, নজরপুর, টেকনা, বালিপাথার সহ একাধিক এলাকার বাসিন্দারা জোট বেধে মাগুড়ায় এসে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বাসিন্দারা বলেন , বেলা গড়াতেই এলাকাগুলি অন্ধকারে ডুবে যাচ্ছে।  কারেন্ট না থাকায় বাড়ির শ্যালো পাম্পসেট চলছেনা |পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে |  চার্জ ফুরিয়েছে | মোবাইল বন্ধ | কারও সঙ্গে যোগাযোগও  করা যাচ্ছেনা |
বিক্ষোভকারীদের মধ্যে সাদিকুল ইসলাম, গোবিন্দ মণ্ডল , এমদাদুল হকরা একযোগে জানালেন, " এবারেও আশ্বাস দেওয়া হয়েছে।  বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সম্মানের কথা ভেবেই অবরোধ তুলে নেওয়া হয়েছে | কিন্তু সন্ধে পর্য়ন্ত বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়নি। দ্রুত সমস্যা না মিটলে এইবার আরোও জোরালো আন্দোলন হবে।"
বিদ্যুৎ বন্টন কোম্পানির সামসির এক আধিকারিক অবশ্য বলেন, কাজ চলছে।  পরিস্থিতি যেন দ্রুত  স্বাভাবিক হয় সেই চেষ্টাই করা হচ্ছে |

No comments:

Post a Comment