মায়াজাল।। প্রবীর চক্রবর্ত্তী || সাহিত্যগ্রাফি - Songoti

মায়াজাল।। প্রবীর চক্রবর্ত্তী || সাহিত্যগ্রাফি

Share This
আমরা দাঁড়িয়ে আছি ঠিক পাঁচজন
তার থেকে কিছু দূরে একলা আকাশ
আমরা পদব্রজে মুছে ফেলতে চাইছি
আলোকবর্ষের দূরত্ব।

আমরা ক্রমাগত এগিয়ে চলেছি
আর অনিবার্যভাবে ফিরে আসছি
স্টার্টলাইনের কাছে।

শূন্যতাকে মুছে ফেলতে গিয়ে
হারিয়ে যাচ্ছি অনন্তের মায়াজালে !



: Advertisement :

No comments:

Post a Comment