মা || শঙ্কর নাথ প্রামাণিক || সাহিত্যগ্রাফি - Songoti

মা || শঙ্কর নাথ প্রামাণিক || সাহিত্যগ্রাফি

Share This
ট্যাক্সির চাকায় থেঁতলে গেছিলো পায়ের আঙুলগুলো।তার ওপর হাড় কাঁপানো কনকনে শীত।ছেঁড়া কম্বলের তলায় ঠকঠক করে কাঁপতে কাঁপতে বটগাছের তলায় শিবলিঙ্গের পাশে মরেই গেল পাগলীটা
খোঁজ পড়লো বডিটা কোন বাড়ির।এতদিন ডাস্টবিনের নোংরা খেয়ে,দোকানে দোকানে খাবার চেয়ে যখন সে কেঁদে বেড়াতো,কেউ তার খোঁজ নেয়নি।শেষে ঠিকানা পাওয়া গেলো -- কোটিপতি অয়ন বসুর গর্ভধারিনী সে।।


ক্লাব সম্পাদক মারফত খবরটা যখন পৌঁছলো;অয়ন বাবু সুদূর বোম্বেতে এক জাগ্রত স্থানে মাত্রিমন্দির নির্মাণে ব্যস্ত।মোবাইলে খবর টা গেল।তৎক্ষণাৎ নির্দেশ এলো ক্লাবের ছেলেদের হাজার খানেক টাকা দিয়ে দাহ করার ব্যবস্থা করে দিতে।দ্বার উদ্ঘাটনের আগে তার আসা সম্ভব নয়।
বাঁশের দোলায় তুলে নদীর চরে চিতা সাজিয়ে ক্লাবের ছেলেরা সৎকার করলো পাগলীর দেহ।
যতই হোক সে তো তাদের পাড়ারই এক 'মা'।।

-------------------- X -----------------------


: Advertisement :


No comments:

Post a Comment