পয়সা || আনজারুল মোল্লা || সাহিত্যগ্রাফি - Songoti

পয়সা || আনজারুল মোল্লা || সাহিত্যগ্রাফি

Share This
পয়সায় পয়সা আনে
পয়সা বিনা কেউ কি মানে?
পয়সা জগত গড়ে,
পয়সায় সেবা করে|
পয়সা ছাড়া জগত বৃথা
পয়সা বিনা জীবন তিতা,
পয়সায় আনে বৈচিত্র
পয়সা ছাড়া একাকিত্ব|
পয়সা জীবন গড়ে:
পয়সায় নষট করে,
পয়সায় মানুষ হাসি খুশি
পয়সা ছাড়া অন্ধকার দেখি|
পয়সা পণ্য করে,
পয়সায় দ্বন্দ্ব গড়ে
পয়সা মানুষ চেনাই
পয়সায় বংশ কেলাই|
পয়সা রাজত্ব চালায়
পয়সা হিংসা বাড়ায় ,
পয়সায় শত্রু পালায়
পয়সায় ক্ষিরের মালায় |
পয়সায় বাঁচে মরে
পয়সায় জন্ম লভে,
পয়সায় মানুষ ফাঁসে
পয়সায় মৃত্যু হাঁটে ||


: Advertisement :



No comments:

Post a Comment