ইনার আইয়ের ইনার ভিশন সম্মাননা - Songoti

ইনার আইয়ের ইনার ভিশন সম্মাননা

Share This
জনসংযোগ আধিকারীক সাগুফতা হানফি

নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ প্রয়াত সাংবাদিক বিজয় রায়ের উদ্যোগে সমাজ গঠন কর্তা বা কর্ত্রীকে ইনার ভিশন সম্মাননা প্রদান করা শুরু হয়, তা আজও বহাল রেখেছেন তাঁর সুযোগ্যপুত্র মৃত্যুঞ্জয় রায়।

           
                সাংবাদিক দেবাশিষ দত্ত
সাংবাদিক রনি রায়

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল এই সম্মাননা প্রদান অনুষ্ঠান টি। পরিচালনায় ইনার আই। সম্মাননা পেয়েছে বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক দেবাশিষ দত্ত, রনি রায় সহ অনেকেই। ইভেন্ট ও জনসংযোজনা'র জন্য শ্রী দেবব্রত(দেবু), সাগুফতা হানাফি - রাজীব লোধা সহ বহু দিকপাল। এছাড়া অনুষ্ঠানটিকে আলোকিত করেছিলেন সেন্ট অ্যান্স স্কুলের প্রধান শিক্ষিকা স্বপনা বিশ্বাস, সেন্ট পিটার স্কুলের ফাদার সুব্রত বৈদ্য এবং শিয়ালদাহ চার্চের প্রধান ফাদার জয় ডিসুজা।।
            
           
              জনসংযোগ আধিকারীর রাজীব লোধা
বরন মূহুর্ত
                     

No comments:

Post a Comment