
পায়েল পাল, কলকাতাঃ সংস্কৃতি'র ঐতিহ্য মন্ডিত শহর হল চিন। চিনের সাংস্কৃতিক ভার ধারাকে ভারতে তথা আনন্দের শহরে তুলে ধরে চীনীয় রীতিতে নব বর্ষের সূচনা করলেন চিনের নতুন কন্সল জা লিয়ু। আমেরিকা, সানফ্রান্সিস্কো'র পর লিয়ু, ভারতের বর্তমান কন্সল তিনি। মোট ২২ জন চিনবাসী অংশগ্রহন করেছিলেন অনুষ্ঠানে। লিয়ুর নব বর্ষ পালনের উৎসবে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সহ অনেকেই।।
No comments:
Post a Comment