দেবাশিস ঘোষ , চাঁচল : বাসিন্দাদের তৎপরতায়বড়সড় অগ্নিকান্ডের ঘটনা থেকে বাঁচল গ্রাম । মালদহের চাঁচল - ১ ব্লকের রানীকামাত গ্রামের রবিবারের ঘটনা । স্থানীয় সূত্র থেকে জানা যায় , এই দিন দুপুরে ওই গ্রামের বাসিন্দা আসানুল হকের বাড়ি সংলগ্ন খড়ের গাদায় আগুন লাগে । বাতাসের ছোঁয়া পেয়ে আগুন মুহূর্তেই বড় আকার ধারণ করে । গ্রামের পুরুষ , মহিলারা একত্রিত হয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন । চাঁচল দমকল কেন্দ্রেও খবর দেওয়া হয় । একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে ।অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে । কিন্তু কিভাবে খড়ের গাদায় আগুন লাগল তার সঠিক কারণ জানা যায়নি ।ওই খড়ের গাদার পাশেই রয়েছে ছাইয়ের স্তুপ ।বাসিন্দাদের ধারণা , সম্ভবত বাতাসের ছোঁয়া পেয়ে ছাইয়ের স্তুপের মধ্যে থাকা আগুনের ফুলকি থেকেই ওই খড়ের গাদায় আগুন লাগে ।এদিনও সেখানে রান্নাঘরের ছাই ফেলা হয়েছিল । তাঁদের কথায় , বড় ধরণের অগ্নিকান্ডের ঘটনা এড়ানো গেল । রক্ষা পেল গ্রাম। সময় মত আগুন নিভাতে না পারলে বড় ধরণের ক্ষতি হত ।।
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment