দি স্টেডেল এর কেক মিশ্রনে চাঁদের হাঁট - Songoti

দি স্টেডেল এর কেক মিশ্রনে চাঁদের হাঁট

Share This
নিজস্ব প্রতিবেদন,কলকাতা : হাতে মাস 

খানেক, ক্রিম কাপ তৈরী তাদের নতুন কেক 

সবার হাতে তুলে দিতে। সম্প্রতি কলকাতার দি 

স্টেডেল এ ক্রিম কাপ  কেক সংস্থার কেক মিশ্রন 

হয়ে গেল।এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত 

ছিলেন দি স্টেডেলের পি আর কনসল্টেন্ট রীতা 

ভিমানী, দি স্টেডেলের জেনারেল ম্যানেজার অয়ন 

মিত্র, গুরু সঞ্চিতা ভট্টাচার্য, প্রিসিলা কর্নার, জুন টমস্কিন সহ অনেকেই। দি স্টেডেলের


জেনারেল ম্যানেজার অয়ন মিত্র জানিয়েছেন "Cake mixing ceremony is a tradition that has been going on for years and definitely gives a feel of the forthcoming festivities. If we look at it the other way, it is also an opportunity for people to come together and share good time together. We preserve the mix from this event for a month and just before Christmas the batches of rich plum cakes are baked out of this treasure. These cakes are available for all from second week of Dec at The Stadel."

No comments:

Post a Comment