চাঁচলেও পালিত হল শিশু দিবস - Songoti

চাঁচলেও পালিত হল শিশু দিবস

Share This
দেবাশিস ঘোষ , চাঁচল :  অনুষ্ঠানে কেউ ছবি আঁকল, কেউবা শোনালো ছড়া, আবার কেউবা গাইল গান। একসঙ্গে দলবদ্ধভাবে নৃত্যের তালে তালে ছড়াও পরিবেশন করা হল। কোন সবজি খেলে কি উপকার হবে তাও ছড়া ও গানের মাধ্যমে তুলে ধরল ছোট্ট শিশুরা । উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মালদহ জেলার চাঁচলেও পালিত হল শিশু দিবস । উদ্যোগ নিয়েছে আইসিডিএস প্রজেক্ট , চাঁচল - ১ ।                                         ্জা্না

গেছে, প্রজেক্টের অধীনে ২৩৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের নিয়েই মূলত এদিন শিশু দিবস পালিত হয়। দক্ষিণপাড়া, আমলা পাড়া, ডাকবাংলা – বারোগাছিয়া ও শ্রীরামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা একযোগে দক্ষিণপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিনটি উদযাপন করলেন।  ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী  জওহরলাল নেহেরুর  প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইসিডিএস প্রজেক্ট , চাঁচল -১র সিডিপিও জ্যোতির্ময় সমাদ্দার । প্রজ্বলিত করা হয় প্রদীপ। কাটা হয় কেকও । আইসিডিএস সুপারভাইজার রুবি বিশ্বাস , ৪ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, শিশু ও মা ও স্থানীয়দের অংশগ্রহণ ও উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করে অনুষ্ঠানটিতে ।                                                                     চাঁচল – ১ পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেষ পান্ডে ও চাঁচল পঞ্চায়েতের সদস্য মজিমুল হক ওই অনুষ্ঠানের প্রশংসা করেন | তাঁরাও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ।।

No comments:

Post a Comment