"কীর্তন কাট্স অ্যাক্রোস অল ব্যারিয়ারস" সন্দীপ চক্রবর্তী - Songoti

"কীর্তন কাট্স অ্যাক্রোস অল ব্যারিয়ারস" সন্দীপ চক্রবর্তী

Share This
পায়েল পাল, কলকাতাঃ গতকাল ছিল জন্মাষ্টমী। তারকা, অ - তারকার ফেবু, ইনস্টা কিংবা হোয়াটস আপ ওয়াল কিন্তু নিজস্ব কিংবা ট্যাগানো শুভেচ্ছায় টইটুম্ব হলেও অপর দিকে কোনো এক তারকা নিজের মতো করেই কৃষ্ণ আরাধনায় ব্রতী ছিলেন গতকাল,
তাঁর নাম সন্দীপ চক্রবর্তী। সাধারনত শুটিং - এর অবসরে স্ব - রচিত গান নিয়ে ব্যস্ত থাকেন তিনি। শোনানোর মাধ্যম, অবশ্যই সোস্যাল মিডিয়া। কাজেই জন্মাষ্টমী'র দিনও বাদ পড়ল না স্ব - রচিত গান অর্থাৎ নিজের গীতি, নিজের তৈরী আধুনিক কীর্তন নিয়ে। বাংলা'র কীর্তন, সাধারনত আমাদের চোখে পড়ে খোল এবং করতালে, তবে বাংলা'র কীর্তন খোল এবং করতাল ছাড়া গিটার, ড্রামে ও যে মনোগ্রাহী হয় তারই তিনি নির্দশন তৈরী করলেন নিজের ওয়ালে। সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন, " আমি মনে করি, কীর্তন আজ ইউনিভার্সাল। কারন, ইট'স অ্যাপিল ইজ টু দ্যা হোল অফ হিম্যানিটি। তাই খোল - করতাল - খঞ্জনী হোক বা ড্রাম সেট আর গিটার কীর্তন কাটস অ্যাক্রোস অল ব্যারিয়ারস।"  গানের শুরু এবং শেষে কৃষ্ণ বন্দনা রয়েছে, আর অন্তরায় তাঁর নিজস্ব গীতি। নিচে রইল গানের লিঙ্ক - 

No comments:

Post a Comment