স্বর্নালী রায়, কলকাতা ঃ দিনটি ছিল ১৬ই ফেব্রুয়ারী ২০১৬, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুল ছুট শিক্ষার্থীদের কাজ পাওয়ার দক্ষতা ফিরিয়ে দেওয়ার জন্য পশ্চিম বঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে চালু হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প। এই
প্রকল্পে রাজ্য সরকারের দৌলতে সম্পূর্ন বিনামূল্যে রেজিষ্ট্রেশন ও স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা ছাত্র - ছাত্রী গ্রহন করতে পারবে এবং কোর্স শেষে রাজ্য সরকারের পক্ষ থেকে থাকবে সার্টিফিকেট সহ চাকরি। সাধারনত বিউটি, হেলথ কেয়ার, ড্রাইভিং, টেলারিং ও অন্যান্য কোর্স শেখানো হচ্ছে। সম্প্রতি ব্রেনওয়্যার কোম্পানিতে পশ্চিম বঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে চালু হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্প। প্রকল্পটি উদ্বোধনে ছিলেন কারীগরি বিভাগীয় মন্ত্রী পূর্ণেন্দু বসু, ব্রেনওয়্যার কোম্পানির এম. ডি. ফাল্গুনী মুখার্জী, ও ব্রেনওয়্যার কোম্পানির সেক্টর ফাইভ ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার উজ্জ্বল ব্যানার্জী সহ কর্মী ও ছাত্র - ছাত্রীগন ।।
No comments:
Post a Comment