দেবাস্মিতা ভট্টাচার্য, ওয়েব ডেস্কঃ ব্যক্তি জীবনটা বড্ড ঘেঁটে রয়েছে ৷ রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্কটা ভাল যাচ্ছিল না তাঁর ৷ ছেলে সহজকে নিয়ে তাই কামালগাজির ফ্ল্যাটে বছর দুয়েক আগেই উঠে এসেছিলেন ৷ তবুও শান্তি পাচ্ছিলেন না ৷ ছেলে সহজ ধীরে ধীরে বড় হয়ে উঠছে ৷ খরচ বাড়ছে ৷ রাহুল সহজের দেখভাল করার জন্য প্রয়োজনীয় অর্থ দেবেন বলে কথা দিয়েও, শেষ পর্যন্ত কথা রাখেনি বলে বিস্তর অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ৷ যদিও রাহুলও তাঁর
বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন ৷ সব মিলিয়ে প্রিয়াঙ্কার নিজের জীবনটায় বড্ড টানাপড়েন ৷ তাতে কী? শিল্পী মানুষের জীবনে তো কতই কিছুই তো ঘটে ৷ দাম্পত্যে সাফল্য না এলেও, অভিনয় জীবনে একের পর ছক্কা হাঁকিয়ে চলেছেন প্রিয়াঙ্কা সরকার ৷ একের পর এক ছবির অফার তাঁর ঝুলিতে ৷ পর পর বিভিন্ন ছবিতে অভিনয় করে চলেছেন তিনি ৷ প্যারালাল ছবিতে তো অভিনয় করছেনই এরই সঙ্গে কর্মাশিয়াল ছবিতেও মাঝে মধ্যেই দেখা যাচ্ছে তাঁকে ৷ এই তো কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘সুলতান দ্য স্যাভিয়র’৷ সেই ছবিতে জিতের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ৷ তবে এই প্রথম নয়, এর আগে 'অন্দরকাহিনি' ছবির জন্য দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যালে ও হায়দরবাদ
আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছিলেন প্রিয়াঙ্কা সরকার। সেখানে সেরা ছবির সম্মান পেয়েছিল 'অন্দরকাহিনি'। এদিকে লেকসিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও এক্সপেরিমেন্টাল ছবির জন্য পুরস্কৃত হয়েছে পরিচালক অর্ণব মিদ্দার এই ছবি। তবে শুধু আন্তর্জাতিক লেকসিটি চলচ্চিত্র উৎসব নয়, আরও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও সমাদৃত হয়েছেন অর্ণব মিদ্দার 'অন্দরকাহিনি' ছবিটি। পাশাপাশি এর আগে সেরা পরিচালকের সম্মানও এসেছিল অর্ণবের ঝুলিতে। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে দেখা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়,সায়নি ঘোষের মত অভিনেতা অভিনেত্রী। 'অন্দরকাহিনি' ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সমাদৃত হলেও এখনও কলকাতাতে এখনও মুক্তি পায়নি ছবিটি।
No comments:
Post a Comment