সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ দেশের অন্যত্তম নেতা ছিলেন বাপুজি। চলতি বছর তাঁর ১৫০ তম জন্মদিবস উপলক্ষ্যে শ্রদ্ধা জানাতে এক নতুন উদ্যোগ নিল আই-এপিসি। আগামী বছর লোকসভা নির্বাচন। মূলত
সেই লক্ষ্যে দেশের নাগরিক ভোটারদের জন্য এনএএফ এক নতুন উদ্যোগ প্রণয়ন করল সাধারন নির্বাচন। এনএএফ গত ২৯ জুন উন্মোচন করল গান্ধিজির অনুপ্রেরনাদায়ক ১৮ পয়েন্ট কনস্ট্রাকটিভ প্রোগ্রাম। দেশের প্রায় ৫৩০টি জেলার ১৭৮৮ টি কলেজের থেকে ২৫ হাজার জন কলেজ যুবক-যুবতীদের নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরী হল। এনএএফ এর মূল লক্ষ্য হল এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রায় ১ কোটি মানুষের কাছে পৌঁছানো যার মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব কে বেছে নেওয়া। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি এনএএফ এর ৪টি বিষয়ের উপর প্রচার চালাবে সেটি হল লক্ষ্য বা ভাবনা ছড়িয়ে দেওয়া,বিষয়সূচি সম্পর্কে প্রচার,নেতৃত্ব বেছে নেওয়া এবং এই বিষয়ে ভারতে প্রচার। গত ১১ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে শুরু হয়ছে এই প্রক্রিয়া যা চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত এবং ফলাফল পাওয়া যাবে ১৫ আগস্ট। ফল প্রকাশের পর তরুন সেচ্ছাসেবকরা একত্রিত হবে এবং চলতি বর্ষে আগামী সেপ্টম্বর/অক্টোবর মাসে বেছে নেওয়া হবে জাতীয় স্তরে যোগ্য নেতৃত্ব কে।
No comments:
Post a Comment