সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ আমাদের দৈনন্দিন রুটিন এবং জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সৌন্দর্যতা নির্ভর অন্তরের স্বাদ এবং পচ্ছন্দ গুলির উপর। বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা নির্ভর করে


আধুনিক ডিজাইন এর বিভিন্ন সামগ্রীর উপর। ঘরোয়া সামগ্রীতে ঘর কে সাজিয়ে তুলতে কলকাতার আইসিসিআর প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে প্রদর্শনী। ভারতীয় ক্র্যাফ্ট কাউন্সিলের অধীনস্ত বিপননি কমলা হরেক সামগ্রী নিয়ে শুরু হল প্রদর্শনী পাত্রম। ১৫ থেকে ২১ জুলাই এর মধ্যে যদি আপনার সঙ্গীনি কিংবা কোন আত্মীয়ের জন্য উপহার সামগ্রী কিনতে হয় সেটিও উপলব্ধ। এই প্রদর্শনীর মূল বৈশিষ্ট্য হল প্রত্যেকটি জিনিস হস্তশিল্পীদের দ্বারা নির্মিত। এই প্রদর্শনীতে দেশের নানা প্রান্তের হস্তশিল্পীদের তৈরী শিল্প কর্মের নমুনা পাওয়া যায়। এই প্রদর্শনীতে একদাকে যেমন রয়ছে পাটের তৈরী সামগ্রী তেমনি কাঠের দ্রব্য কিংবা মাটির তৈরী হাতে আঁকা সামগ্রী। শুধু হরেক সৌখিন দ্রব্যের সমহার নয় প্রদর্শিত দ্রব্য গুলি সাধারন মানুষের নাগালে। ক্রাফট কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি ও বিপননির কর্নধার কস্তুরী গুপ্তা বলেন পাত্রম প্রদর্শনী একটি বিশেষ প্রদর্শনী যেখানে পন্যগুলি হস্ত নির্মিতএবং আদিবাসী দক্ষতা ও দেশের কারিগরি শিল্প প্রেমীদের জন্য এটি সঠিক ঠিকানা। এখানে ক্রেতাদের নজর কাড়বে দূষণমূক্ত সাবাই ঘাসের তৈরী লন্ড্রি বাস্কেট।।
No comments:
Post a Comment