আসতে চলেছে পিয়া রে - Songoti

আসতে চলেছে পিয়া রে

Share This
পায়েল পাল, কলকাতাঃ ভালোবাসা শব্দটি সুন্দর হলেও বড়োই জটিল। জটিল ভালোবাসা পিয়াকে রবি কীভাবে ফিরে পাবে তা নিয়ে সুরিন্দর ফ্লিমের সাম্প্রতিক প্রযোজনা পিয়া রে। অভিমূন্য মুখার্জী'র পরিচালনায় ২৭ শে জুলাই মুক্তি পেতে চলেছে পিয়া রে। সিনেমাটিতে অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, কাঞ্চন মল্লিক, সম্রাজ মাইতি, সুপ্রিয়ো দত্ত সহ আরও কলাকুশলীগন। সুরকার জিত গাঙ্গুলী'র সুরে গান গেয়েছেন আরমান মালিক , সনু নিগম সহ অনেকেই।রইল পিয়া রে ট্রেলার...
                                                       

No comments:

Post a Comment