সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ নারী সর্বদা সাজসজ্জায় রুপসী। বর্তমান সময়ে ফ্যাশন ফটোশুট কিংবা বিয়ের ফটোগ্রাফি এখন নতুন ট্রেন্ড। আর এই ট্রেন্ড কে মাথায় রেখে শহরের বুকে এক ছাদের তলায়

ফটোশুট এবং ইন্সটিটিউট এর নতুন ঠিকানা ভগআপ। গতকাল কলকাতার মানিকতলায় ভগআপ স্টুডিওর উদ্বোধন হল। এই উদ্বোধনে উপস্হিত ছিলেন সুভাষ শিন্ডে, দর্শনা বনিক,ডলি জৈনের মত বিশিষ্টরা। স্টুডিও কর্ণধার কমল পুগালিয়া,প্রতীক কানোরিয়া জানান মূলত ফ্যাশন স্টাইল ও বিভিন্ন পরামর্শদাতা হিসাবে পথচলা শুরু ভগআপের। এদিন সম্মানিত করা হল লোপামুদ্রা মন্ডল,নিক রামপাল,পিঙ্কী কেনওয়ার্থী,জয়া মিশ্র,ভাবনা হেমানী,স্বস্তিকা দত্ত,রীতা ভিমানী,অলকানন্দা রায়,সুদর্শন চক্রবর্তী প্রমুখ।।
No comments:
Post a Comment