প্রতিবাদী রঞ্জিত মল্লিক ফিরতে চলেছেন নেহাল দত্তের অপরাজেয়'তে - Songoti

প্রতিবাদী রঞ্জিত মল্লিক ফিরতে চলেছেন নেহাল দত্তের অপরাজেয়'তে

Share This

পায়েল পাল, কলকাতাঃ সম্প্রতি কলকাতায় শুটিং হয়ে গেল নেহাল দত্তের পরিচালনায় অপরাজেয় সিনেমা'র। অপরাজেয় মূলত বঞ্চিত মা-বাবা'র গল্প, যেখানে শুভঙ্কর  একটি আইনজীবী। শুভঙ্করের বাড়িতে মানুষ বলতে শুভঙ্কর ও শুভঙ্করের স্ত্রী নন্দিতা। শুভঙ্করের ছেলে সৌরভ বিদেশে কর্মরত হওয়ায় সৌরভ তার সন্তান তুলতুলি ও স্ত্রী পলা কে নিয়েই তার বিদেশেই বাস।  শুভঙ্করের শূণ্য বাড়িটি'র কান সপ্তাহ শেষে অপেক্ষায় থাকে কখন নাতি'র কন্ঠস্বর শুনতে পারবে।  


হঠাতই বৃদ্ধাশ্রম উলটো প্রান্তে যেখানে মানসিক ভারসাম্য হীন সরকারি ভাতায় বসবাস করেন। সেই বৃদ্ধাশ্রমেরই আবাসিক মিসেস রক্ষিত মেয়ে - জামাই'য়ের ছলে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাশ্রমে তার আশ্রয়স্থল। মিসেস রক্ষিতে'র মুখে বঞ্চনা হওয়া'র বক্তব্য শুনে শুভঙ্করের মনে পরে তার মৃত স্ত্রী নন্দিতাকে বলেছিলেন নিজেকে মেলে ধরার কথা। মিসেস রক্ষিতে'র সমর্থনে তিনি সমাজের কাছে প্রশ্ন তোলেন বঞ্চিত মা-বাবা'র হয়ে।।

          অপরাজেয়'তে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, লাবনী সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুমিত গাঙ্গুলী, সায়ন ব্যনার্জী, অরিন সহ অনেকেই।। 

No comments:

Post a Comment