
এডুকেশন প্রাইভেট লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার শ্রী রামান বাজাজ ঘোষনা করেন কলকাতায় নিজেদের ৫০টি প্রি-স্কুল খোলার পরিকল্পনা। তিনি বলেন ভারতের প্রি-স্কুল এডুকেশন বিভাগ এক বৃহত্তর বৃদ্ধির জন্য অভিভাবকরা এখন প্রাথমিক চাইল্ডহুড এডুকেশনের সুবিধা সম্পর্কে প্রচন্ডভাবে সতর্ক এবং সচেতন। লিটল মিলেনিয়াম নিজেদের উপযুক্ত করতে স্ট্রাকচার্ড কারিকুলাম,গুনমান টিচার ট্রেনিং এবং শিশু কেন্দ্রীক শিক্ষা পরিকাঠামোর মত শিক্ষার আবশ্যক ভীতগুলোকে মজবুত করছে যাতে আমদের ব্র্যান্ডটিকে আরো উন্নত করতে পারি। তিনি বলেন প্রতি বছর প্রি স্কুল ইন্ডাস্ট্রিতে ২০ শতাংশের বেশী বৃদ্ধির হার বাড়ছে। বর্তমানে ১০০টি শহরে মোট ৬০০ টি সেন্টার চলছে যা ২০২০ সালের মধ্যে ১০০০টি সেন্টার চালানোর পরিকল্পনা রয়ছে। তিনি জানান কলকাতায় ইতিমধ্যে ২২টি সেন্টার চালাচ্ছি এছাড়াও আরো ৫০টি সেন্টার তৈরীর পরিকল্পনা রয়ছে এবং পূর্ব ভারতে ৮০টির বেশী প্রি স্কুল রয়ছে।।
No comments:
Post a Comment