দেবাশিস ঘোষ ,চাঁচল : প্রাথমিক বিদ্যালয় সংসদ ও মালদহ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল। মঙ্গলবার মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। জানা গেছে , মাধ্যমিক , উচ্চমাধ্যমিক ,আইসিসি, সিবিএসসি,আইএসসি, আলিম ফাজিল ও
হাই মাদ্রাসা পরীক্ষায় এক থেকে ১০-এর মধ্যে স্থানাধিকারী জেলার ছাত্র-ছাত্রীদের ওই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠান ছাড়াও ছাত্র-ছাত্রীদের কেরিয়ার কাউন্সিল করা হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা সমাহর্তা কৌশিক ভট্টাচার্য। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু। উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তৃণমূলের জেলা সভাপতি ডাঃ মোয়াজ্জেম হোসেন,পুলিশ সুপার অর্ণব ঘোষ ,অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মন্ডল, মহকুমাশাসক সদর পার্থ মুখার্জী, মাদ্রাসা বোর্ডের উত্তরাঞ্চল শাখার সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ।।
No comments:
Post a Comment