
দেবাশিস ঘোষ ,চাঁচলঃ দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০-রও বেশি ছাত্রছাত্রীদের হাতে মঙ্গলবার সবুজ সাথীর সাইকেল তুলে দিল ব্লক প্রশাসন। জানা গেছে , মালদহের চাঁচল - ২ ব্লকের কমিউনিটি হলে চাঁন্দুয়া দামাইপুর হাই মাদ্রাসা ও গোয়ালপাড়া হাই স্কুল এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮২ জন ছাত্রছাত্রীদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয়। এই উপলক্ষে এইদিন সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই সাইকেল বিলি অনুষ্ঠানে চাঁচল -২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সইপা লামা , ব্লকের বি সি ডাবলু স্বাগতা তালুকদার, চাঁচল - ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা,সহকারী সভাপতি আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন ।।
No comments:
Post a Comment