আবাসনের বেহাল দশা - Songoti

আবাসনের বেহাল দশা

Share This
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ দীর্ঘদিন ধরে কুশমন্ডি গ্রামীন হাসপাতালের কর্মীদের আবাসনের বেহাল দশা। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডী গ্রামীন হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উপর সরলা, মহিষবাথান, কুশমন্ডি, খাগড়াকুড়ি সহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষেরা নির্ভরশীল। অথচ এই কুশমন্ডি গ্রামীন হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী নার্স সহ হাসপাতালের কর্মীদের আবাসন গুলির এই জীর্ণ দশা প্রায় ১৫ থেকে ২০ বছর ধরেই। আবাসনের ছাদ দিয়ে জল পড়ে, দরজা জানালা গুলির ভগ্নদশা এবং ঘরের প্লাস্টার সহ বিদ্যুতিক সরঞ্জাম গুলির সঙ্গীন অবস্থা। অভিযোগ আবাসন মেরামতির 
সরকারি হেলদোল বলতে শুধুমাত্র পূর্তদপ্তরের ইঞ্জিনিয়ারদের দ্বারা একাধিকবার সরজমিনে আবাসনগুলিকে পর্যবেক্ষণ করানো। কুশমন্ডি হাসপাতালের কর্মী ইন্দ্রজিত সাহার অভিযোগ আবাসন মেরামতির জন্য একাধিকবার আশ্বাস পাওয়া গেলেও কাজের কাজ এখনো কিছু হয়নি। কুশমন্ডি গ্রামীন হাসপাতালের বি.এম.ও.এইচ অমিত দাস হাসপাতালের কর্মীদের আবাসনগুলির করুণ দশার সত্যতা স্বীকার করে বলেন আমরা আমাদের সমস্যার কথা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছি। আমরা আশাবাদী এই আবাসনগুলিকে সর্বাঙ্গীণভাবে সারাই করার জন্য এবছরের মধ্যে স্বাস্থ্য দপ্তর অর্থ বরাদ্দ করবে। এবং তিনি এও জানিয়েছেন যে এর ফলে যারা হাসপাতালের পরিষেবা প্রদান করে চলেছেন তারা আরও ভালভাবে পরিষেবা প্রদান করতে পারবেন। সুতরাং লোকসভা নির্বাচনের পূর্বে কবে এই আবাসনগুলির রুগীরুপ ছেড়ে স্বাস্থ্য ফিরবে সেই আশায় অপেক্ষারত কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের ডাক্তার, নার্স এবং হাসপাতালের কর্মীরা।।

No comments:

Post a Comment