
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ প্রথমবার কোন মহিলা IAS জেলাশাসক হয়ে আসছেন। বর্তমান জেলাশাসক শারদ কুমার দ্বিবেদী ৯ মাসের মাথায় যাচ্ছেন পরিবার ও সমাজকল্যাণ বিভাগের যুগ্ম অধিকর্তা হয়ে। তার জায়গায় আছেন শ্রীমতী দীপা প্রিয়া। শ্রীমতী দীপা প্রিয়া চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের প্রথমে দায়িত্ব গ্রহন করতে জেলায় পৌছবেন। বর্তমান জেলাশাষক শারদ কুমার দ্বিবেদী খুব দক্ষতার সাথে তার কাজ করছিলেন। গত বন্যার সময় দক্ষতার সাথে তার কাজ করেন। আগামী জেলাশাষকও দক্ষতার পরিচয় রাখবেন এটাই জেলাবাসী আশা করছে।।
No comments:
Post a Comment