দক্ষিণ দিনাজপুরে প্রকৃতি পাঠ ও সামার ক্যাম্প - Songoti

দক্ষিণ দিনাজপুরে প্রকৃতি পাঠ ও সামার ক্যাম্প

Share This

পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ ৪ নং বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েত  ও অ্যাহেড ইনিসিয়েটিভ এর যৌথ উদ্যোগে খাসপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি প্রকৃতি পাঠ ও সামার ক্যাম্প অনুষ্ঠিত হল গত কাল ও আজ। মুলতঃ প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ  সম্পর্কে ধারনা তৈরী ও  পরিবেশ কে রক্ষা করার অদম্য  ইচ্ছা তৈরী করাই এই ক্যাম্পের উদ্দেশ্য  বলে জানা গেছে। পরিবেশ  কর্মী  তুহিন শুভ্র মন্ডল জানালেন যে পরিবেশ সম্পর্কে ছাত্র- ছাত্রীদের শিক্ষা দানের যে প্রয়াস অ্যাহেড নিয়েছে সেই প্রয়াসের ডাক কে পরিবেশ কর্মী হিসেবে অস্বীকার করতে পারিনি তাই তাদের  ডাকে সারা দিয়ে এখানে এসে ছোট ছোট এই ছাত্র- ছাত্রীদের তার স্কুল,বাড়ি তথা যেখানে সে বড় হয়ে উঠছে তার চার পাশের পরিবেশ সম্পর্কে একটি সম্মক ধারনা দিতে ও পরিবেশ সম্পর্কে ছাত্র- ছাত্রীদের শ্রদ্ধা তৈরী করতে একটি গল্প ও নাটকের মধ্য দিয়ে প্রকৃতির পাঠ দেওয়ার চেষ্টা করলাম। অ্যাহেড ইনেসিয়েটিভ এর পক্ষে তপন আজাদ ও সঞ্জয় দত্ত বলেন প্রতিদিনকার  একঘেয়ে  রুটিন  থেকে মুক্তি দিয়ে ছাত্র- ছাত্রীদের একটু অন্য রকম শিক্ষায় শিক্ষিত  করতে প্রতি বছরই আমরা এমন সামার ক্যাম্প আয়োজন  করে থাকি গত বছর আমরা আত্রেয়ী  নদীর পারে সেখানকার পরিবেশ  সম্পর্কে পাঠ দিয়েছি এবার ক্লাস রুমে ও স্কুলের চারপাশ সম্পর্কে ছাত্র- ছাত্রীদের  প্রকৃতি পাঠ দেওয়ার চেষ্টা করলাম। শুধু প্রকৃতি পাঠই নয় ম্যাজিক, আর্ট,গল্প প্রভৃতির মাধ্যমে প্রতি বছর আমাদের  এই সামার ক্যাম্প ও প্রকৃতি পাঠ অনুষ্ঠিত হয়।।

No comments:

Post a Comment