চোখে অন্ধত্ব ক্রমশ প্রভাব ফেলছে, রেটিনাল ডিজিস না তো! - Songoti

চোখে অন্ধত্ব ক্রমশ প্রভাব ফেলছে, রেটিনাল ডিজিস না তো!

Share This
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ  ভারতে ২০২০ সালের মধ্যে অন্ধত্বের সংখ্যা ১৫ মিলিয়ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ বিশেষঞ্জদের। চোখের কর্নিয়া সম্পর্কিত রোগের বিষয়ে সাধারনত জানা গেলেও রেটিনার চিকিতসা বিষয়ে খুব সহজে অবগত হওয়া যায় না। চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া কিংবা অন্ধত্বের জন্য রেটিনাল ডিজিস চক্ষু সংক্রান্ত অন্যান রোগের চেয়ে গুরুত্বপূর্ন। মূলত ম্যাকুলার ডিজেনারেশন এবং 

ডায়বেটিক ম্যাকুলার এডেমা এই দুটি রোগের কারনে চোখের দৃষ্টিশক্তি কমে যায়। আজ কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ে কলকাতার জিডি হাসাপাতাল ও ডায়বেটিস ইন্সটিটিউট এর অপথ্যালমোলজি বিভাগের প্রধান এবং আই সার্জন ডাঃ সিদ্ধার্থ ঘোষ এদিন বলেন রেটিনা চোখের একটি অংশ যেখানে চোখের দৃষ্টিশক্তি তৈরী হয়। যদি রেটিনা ক্ষতিগ্রস্হ হয় স্বাভাবিক ভাবে চোখের উপর প্রভাব ফেলে। বয়সের সাথে যুক্ত ডিএমই ও এএমডি হল এমন একটি রোগ যা দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। বিশ্বের অন্ধত্বের  ৮৭ শতাংশ ম্যাকুলার ডিজেনারেশন এর প্রভাবে হয়ে থাকে।এবং বিশ্বের ৪৮ শতাংশ অন্ধত্ব ডায়বেটিক রেটিনোপ্যাথির প্রভাবে হয়। এদিন তিনি বলেন,এএমডি হল চোখের একটি রুপান্তরিত অবস্হা যার কারনে চোখের ম্যাকুলার ধীরে ধীরে অবনতি ঘটতে পারে। তিনি জানান দৈনন্দিন জীবনে অনিয়মিত খাদ্যাভাস ও অ্যালকোহল সেবন মানবজীবনে এর প্রভাব ফেলছে। সুতরাং সুশম আহার এবং ৪০ উর্ধ্ব নাগরিকদের প্রতি বছর একবার চোখ পরীক্ষা দরকার।।

No comments:

Post a Comment