টাকার ব্যাগ লুঠ, ব্যাঙ্ক কর্মীকে গুলি - Songoti

টাকার ব্যাগ লুঠ, ব্যাঙ্ক কর্মীকে গুলি

Share This
 দেবাশিস ঘোষ, চাঁচলঃ ভর দুপুরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ব্যাঙ্ক কর্মীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা অঞ্চলের বালুভরোট গ্রামে বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় ,মৃতের নাম বাপি হালদার (২৫)। ঘটনার তদন্ত শুরু হয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার আই সি সঞ্জীব বিশ্বাস বলেন , "তদন্ত শুরু হয়েছে।" পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে , তিনি একটি

বেসরকারি ব্যাঙ্কের কুশিদা শাখার কর্মী। এইদিন দুপুরে  গ্রাহকদের কাছ থেকে ব্যাঙ্কের প্রাপ্য বকেয়া কিস্তির টাকা সংগ্রহ করে ওই গ্রামের পথ দিয়ে সাইকেলে ফিরছিলেন। ওই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে চড়ে এসে তাঁর পথ আটকে দেয় ও টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দিতে গেলে দুষ্কতীরা তাঁকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হবে। তবে ওই ব্যাঙ্ক কর্মীর কাছে কত টাকা ছিল তা জানা যায়নি। ওই ব্যাঙ্কের কুশিদা শাখার ম্যানেজার বলেন , যেসব গ্রাহকেরা তাঁর  কাছে টাকা জমা দিয়েছিলেন তাদের রসিদগুলি দেখে কালেকশনের পরিমাণ জানা যাবে। আরও জানা গেছে , মৃত ওই ব্যাঙ্ক কর্মীর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার পাগলীগঞ্জ এলাকায়। তাঁর বাড়িতে খবর পাঠানো হয়েছে।।

No comments:

Post a Comment