পায়েল পাল, কলকাতা ঃ বিখ্যাত সামাজিক কর্মী এবং 'তন্ত্র সম্রাট কালপুরুষ সিদ্ধ' গুরুজী বিনয় মহারাজ, সাংবাদিক ও লেখক শ্যামলী বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজকর্মী লিপিকা সেন চ্যাটার্জী ('খার্দা মানান ওয়েলফেয়ার সোসাইটি' প্রতিষ্ঠাতা) এবং জনপ্রিয় কণ্ঠ শিল্পী ও উদ্যোক্তা শ্রী আলোক চাঁদকে ' ১১ই মে ২০১৮ তারিখে নন্দন ক্যাম্পাসের অবনীন্দ্র সভাঘরে সামাজিক-সাংস্কৃতিক কল্যাণের প্রতি তাদের ব্যক্তিগত প্রতিভা, অধ্যবসায় এবং উতসর্গীকরণের জন্য হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সুলগ্না ব্যানার্জি, অপর্ণা চৌধুরী, সোমালি চৌধুরী, শিল্পী সান্তা ও সুচেতা সেনগুপ্ত সহ অনেকেই। সামাজিক-সাংস্কৃতিক কল্যাণে অন্যান্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য দয়াময় বিশ্বাস (কেন্দ্রীয় সভাপতি সিপিডিআর) এবং জয়দেব দাস (টাঙ্গরা ইউনিটের সভাপতি, সিপিডিআর)।
Author Details
Songoti is a 1 of the Bengali & English INDEPENDENT NEWS platform in India. We are Specialist for Cultural, Entertainment, Lifestyle, Health & Travel News..
You can Subscribe us at Youtube, Like - Comment us at Facebook & also Follow us at Instagram
No comments:
Post a Comment