
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ বর্তমান সময়ে নারীদের জন্য আধুনিক বিউটি প্রোডাক্টের সম্ভার নিয়ে নতুন মেক আপ স্টুডিও নিয়ে এল নম্রতা। দীর্ঘদিন মুম্বাইতে বিউটি ডিজাইন নিয়ে কাজ করে চলা নম্রতার আধুনিক রুপসজ্জার ছোঁয়া পেতে এবার দক্ষিন কলকাতায় তার নিজস্ব বিউটি কালেকশন এর উন্মোচন হল। বিপননি উদ্বোধনে তিনি জানান আধুনিক ডিজাইন এর বিউটি সম্ভার নিয়ে কলকাতায় এটি প্রথম বিপননি। আগামীতে উত্তর প্রান্তে নিজস্ব বিপননি খোলার চিন্তা রয়ছে।।
No comments:
Post a Comment