
পায়েল পাল, কলকাতা ঃ পুরাতন ও নতুনের মেল বন্ধনে রোদ্দুরের প্রযোজনায় জাতীয় ছোটো ছবি উৎসব সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হওয়ার ঘোষনা করা হয় শহরের এক সাংবাদিক সম্মেলনে। সকলের আনন্দ ও শুভেচ্ছা জানিয়ে মতামত দিলেও অভিনেত্রী তথা অনুষ্ঠানের চেয়ারপার্সনের মুখে প্রকাশ পেল ক্ষোভ, আকাঙ্খার কথা, কীভাবে প্রতিভাবান শিল্পীদের অভিনীত মঞ্চ আজ মাল্টি স্টোরেজ বিল্ডিং এর স্বীকার, তাও জানালেন চেয়ারপার্সন মাধবী মুখার্জী। অপরদিকে আধুনিক অভিনেত্রী দোলন রায় বলেন, "একটা ফিচার ফ্লিম অনেক গুলি শর্ট ফ্লিমের অংশ, শর্ট ফ্লিম মূহুর্ত ধরে রাখতে পারে, কাজেই শর্ট ফ্লিম থাকাটা অত্যন্ত আবশ্যক। শুধু মাত্র ছোট ছবিতেই থেমে নেই এই অনুষ্ঠান, সঙ্গে থাকবে মমার্তের চিত্র প্রদর্শনীও। অনুষ্ঠানটি হবে এই মাসের ২৭ ও ২৮ তারিখ রোটারি সদন এ।।
No comments:
Post a Comment