
পার্থ পাল, কলকাতাঃ হর্স ছায়া নির্দেশিত বলিউড চলচ্চিত্র "খাজুর পে আটকে" র মিউজিক লঞ্চ র মাধ্যমে শুরু হলো ক্লকাল র পথ চলা। সল্টলেক সিটি সেন্টার এ আজ থেকে চালু হলো কিচেন এন্ড লাউঞ্জ বিশিষ্ট "ক্লকাল। উদ্বোধনী অনুষ্ঠান পালিত হল বহুপরিচিত মুখের উপস্থিতিতে। ২৭৩০ বর্গ ফুটের ক্লকাল এ রয়েছে ৯৪ জন বসার জায়গা। আশা করা যায় রেস্টুরেন্ট টি মানুষের মনের চাহিদা মেটাতে পারবে।।
No comments:
Post a Comment