কলকাতাঃ বর্তমান দিনে দাঁড়িয়ে সাহিত্যের ধীরে ধীরে ক্রমশ অবক্ষয় হচ্ছে।যুবা শ্রেণী সাহিত্য সৃষ্টি চর্চা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমতাবস্থায় সাহিত্যের জগতে এক নতুন আলোর আবির্ভাব বাংলার অন্যতম যুবা কবি জিয়াউল সেখ। সদ্য আয়োজিত কৃষ্ণপদ মেমোরিয়াল হল কলকাতায় অনুষ্ঠিত হল cultural excellence Award programme -2022 ।
অনুষ্ঠানের আসন অলংকৃত করেন - কমল দে শিকদার , কৃষ্ণা বসু, সঞ্জীব কুমার রাহা,অরুন কুমার চক্রবর্তী প্রমুখের মত বিশিষ্ট কবি সাহিত্যিকরা।এ বছরে cultural excellence Award for poetry পেলেন কবি জিয়াউল সেখ। তাঁর লেখা নারী এবারের সেরা কবিতা। তাঁর লেখা দেশ বিদেশে সমাদৃত। পূর্বেও তিনি সঙ্গীত নাটক একাডেমী পুরস্কারপ্রাপ্ত সন্তুর বাদক পন্ডিত তরুণ ভট্টাচার্য র সঙ্গে দেশ আমার এলবামে প্রশংসা কুড়িয়েছেন।
No comments:
Post a Comment