সোহম মুখার্জী, কলকাতাঃ সদ্য মিরাজ সিনেমাস, নিউটাউন কলকাতায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আয়ুস্মান খুরানা এসেছিলেন তাঁর পরবর্তী ছবি "আনীক" এর প্রোমোশন এ। মূলত উত্তর-পূর্ব ভারতের যে দ্বন্দ্ব রয়েছে তা নিয়েই তৈরী হয়েছে অনুভব সিনহার এই ছবি "আনীক"। এই দিন আনীকের চিত্তাকর্ষক অ্যাকশন প্রোমো দেখানো হয়েছিল।।
"আনীক" সম্পর্কে বলতে গিয়ে আয়ুস্মান বলেন “Anek celebrates the spirit of truly being an Indian. Anubhav sir is pushing the envelope and setting a benchmark with his passionate storytelling through this film. My character Joshua compelled me to do things I had never done before, both physically and mentally. With the right guidance and training, I have given this role my best shot to bring life to everything Anubhav envisioned .”
ভূষণ কুমারের টি-সিরিজ এবং বেনারস মিডিয়াওয়ার্কস যৌথ প্রযোজনায় "আনীক" আগামী ২৭ শে মে থিয়েটার এ আসতে চলেছে "আনীক"।।
No comments:
Post a Comment