#Kiff : উৎসব পরবর্তী সময়েও চলচ্চিত্র শতবর্ষ ভবনে চলবে বাংলা সিনেমা - উদ্বোধনী মঞ্চে ঘোষনা মুখ্যমন্ত্রীর - Songoti

#Kiff : উৎসব পরবর্তী সময়েও চলচ্চিত্র শতবর্ষ ভবনে চলবে বাংলা সিনেমা - উদ্বোধনী মঞ্চে ঘোষনা মুখ্যমন্ত্রীর

Share This

 


পায়েল পাল: আজ থেকে শুরু হল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(KIFF)। সোমবার নজরুল মঞ্চে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়(CM Mamata Banerjee) ও এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিন্দি ছবির অন্যতম সুপারস্টার শত্রুঘ্ন সিনহা(Shatrughan Sinha)। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee), রঞ্জিত মল্লিক(Ranjit Mullick), সন্দীপ রায়(Sandip Ray), গৌতম ঘোষ(Goutam Ghosh) সহ টলিউডের একঝাঁক তারকা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সত্যজিৎ রায়ের(Satyajit Ray) গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গুপী-বাঘা হয়ে স্টেজে দেখা যায় সাহেব চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ বসুকে। এছাড়াও বাংলার সংস্কৃতিকে নাচে গানে তুলে

গুপী-বাঘা হয়ে স্টেজে সাহেব চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ বসু


 ধরেন শুভশ্রী, সায়ন্তিকা, মনামী, কৌশানী, দেবলীনা, ওম , রিজওয়ান ও দিতিপ্রিয়া। এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। 

অনুষ্ঠান সঞ্চালনায় জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়  

এদিন উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে এসে শত্রুঘ্ন সিনহার কথায় উঠে এলো বাংলা ছবির তিন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের কথা। পাশাপাশি এই মঞ্চ থেকেই আসানসোল এর মানুষকে ধন্যবাদ জানান সদ্য জিতে আসা সাংসদ। তিনি বলেন,''মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমায় সুযোগ দেওয়ার জন্য। চ্যালেঞ্জ গ্ৰহন করেছি আসানসোলের জন্য কাজ করতে

উদ্বোধনী অনুষ্ঠানের মূহুর্ত

 হবে। বাংলার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। আমি অনেক ছবি করেছি কিন্তু যে ছবি থেকে আমি সবচেয়ে বেশি শিখেছি, তা হল 'অন্তর্জলি যাত্রা'। গৌতম ঘোষ আমার গুরু।''
এছাড়াও উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর বি জি বি এস  এ সমানভাবে অংশগ্রহন করবে বাংলা চলচ্চিত্র। সম্ভব হলে মউ সেখানে সাক্ষর করেও নেওয়া যেতে পারে। এই উৎসবের সফলতা প্রার্থনার পাশাপাশি তিনি স্মরন করেন দীলিপ কুমার, লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত এবং অভিষেক চট্টোপাধ্যায় -দের। এদিন মুখ্যমন্ত্রীর মুখে আক্ষেপের সুর শোনা গেল লতা মঙ্গেশকর সম্পর্কে, তিনি বলেন " আমি জেতার পর ওনার ভাইজির হাত দিয়ে আমায় সোনার মা কালির লকেট পাঠিয়েছিলেন এবং আমি তাকে বঙ্গ বিভূষন দিতে চেয়েছিলাম মুম্বাই গিয়ে, কিন্তু তখন ওঁনার শরীরটা ভালোছিল না।"    

No comments:

Post a Comment