কলকাতা: আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডেভেলপমেন্ট লিডারশিপ প্রোগ্রামে ছাত্র ভর্তির ঘোষণা করছে। ১১ মাসের এই পার্ট টাইম প্রোগ্রামটিতে,কর্মরত অবস্থায় সমাজকর্মীরা অংশ নিতে পারবেন। প্রোগ্রামটি তিনটি টার্মে বিস্তৃত এবং ক্যাম্পাস-ক্লাসরুমের শিক্ষণ ও
অনলাইন শিক্ষণের মিশ্রণে শিক্ষালাভের সুযোগ দেয়। সমাজ উন্নয়নের ক্ষেত্রে কমপক্ষে আট বছর বা তার বেশি অভিজ্ঞতা সম্পন্ন, কোন উন্নয়ন সংস্থায় কর্মরত, এবং সংস্থার নেতৃস্থানীয় পদে আসীন অথবা অদূর ভবিষ্যতে সেই দায়িত্বে আসার সম্ভাবনা রাখেন, এমন ব্যক্তিরা এই প্রোগ্রামে অংশ নেবার যোগ্য। পেশাদারি উন্নয়ন সংস্থা, সমাজ আন্দোলন, এবং স্থানীয় তৃণস্তরের সংস্থার বা সংগঠনের কর্মীদের এই প্রোগ্রামে অংশ নেবার জন্য উৎসাহিত করা হচ্ছে। দরখাস্ত জমার শেষ তারিখ ১৫ মে ২০২২ এবং ক্লাস শুরু ২রা জানুয়ারি ২০২৩ থেকে।
আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ডেভলপমেন্টের-এর অধ্যক্ষ ডঃ রিচা গোভিল বলেন, “সমাজ উন্নয়ন ক্ষেত্রে প্রায় এক দশক কর্মরত ব্যক্তিদের বিস্তৃত অভিজ্ঞতা এই প্রোগ্রামের মাধ্যমে সমাজ, উন্নয়ন, ও ন্যায়ের বৃহত্তর ভাবনায় সম্পৃক্ত হবে। সেই সঙ্গে সংস্থা ও সংগঠনের রূপ ও বিকাশ এবং তার নেতৃত্বের অভিজ্ঞতাকে ফিরে দেখা ও তার ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে এই প্রোগ্রামটি সহায়তা করবে।“
No comments:
Post a Comment