শুভ ষোষ, কলকাতাঃ জিনগত ত্রুটি যা মেরুদণ্ডের অস্বাভাবিক বিকাশের দিকে পরিচালিত করে । মেরুদণ্ডের যক্ষ্মার মতো সংক্রামক রোগ যা মেরুদণ্ডের হাড় এবং অন্যান্য কাঠামো ধ্বংস করে। স্পাইনাল ডেফোরমিটি বা মেরুদণ্ডের ত্রুটিগত বিভিন্ন ধরণের সমস্যার সমাধানে এক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে বজবজের জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এন্ড হসপিটাল। 2nd কলকাতা spine
deformity কনফারেন্স নামে এক সেমিনারের আয়োজন করা হয় হসপিটাল ক্যাম্পাসে। সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে হসপিটাল কতৃপক্ষ। আগামী ১৮ই এপ্রিল থেকে to ২৩শে এপ্রিল মেরুদণ্ডের ত্রুটিগত বিভিন্ন ধরণের সমস্যার live surgical workshop অনুষ্ঠিত হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. উজ্জ্বল কান্তি দেবনাথ , বিগ্রেডিয়ার ডা. সৌমিত্র চ্যাটার্জী সহ অন্যান্যরা। ভারত, বাংলাদেশ, ইতালি, আমেরিকা যুক্তরাষ্ট্র সহ দেশ-বিদেশের বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকের টিম এই live surgical workshop এ অংশগ্রহণ করবেন ও তাদের অভিজ্ঞতা প্রয়োগ করবেন।
No comments:
Post a Comment