নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ গৌরী বাড়ি লেনে পুরাতন ঐতিহ্যবাহী এক মন্দির প্রাঙ্গণেই তৈরী
হচ্ছে ইসকন। ২১শে ফেব্রুয়ারি ২০২২, সকাল ১১.৩০ টায়, এটি জনসাধারণের জন্য খোলা হবে।
ঠিকানা: ইসকন, ৬০/১৪, গৌরী বাড়ি লেন, কলকাতা -৭০০০৪। পরশনাথ জৈন মন্দিরের সন্নিকটে, খান্নার কাছে। গুগল ম্যাপে টাইপ করুন: “ইসকন উল্টাডাঙ্গা”।
No comments:
Post a Comment