বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা৷ ঢাকের বাদ্যি ছাড়া দুর্গাপুজো ভাবাই যায় না। ঢাকির কাঁধে থাকা বিশাল জয়ঢাক এবং হাতে থাকা দুই কাঠির সমন্বয়ে মনমাতানো ঢাকের আওয়াজেই তৈরি হয় উৎসবের মেজাজ৷ শরৎ সমাগত, বাংলার প্রতিটি ঘরে ঘরে আনন্দের হিল্লোল তোলের ঢাকের বাদ্যি৷
করোনার প্রকোপে পুজোর রমরমা কমেছে৷ কিন্তু এতগুলো বছর যে মানুষগুলো তাদের শিল্পনৈপুণ্যের গুণে বাংলার ঘরে ঘরে মানুষের মনে পৌঁছে দিয়েছে উৎসবের আনন্দ এই অসময় তারা কেমন আছে?
ঢাকির কুঁড়েঘরে আনন্দের আলো জ্বলে ওঠে " উমা আসছে " শুনলেই৷ ফেবল ফ্রেম মোশন পিকচার এলএলপি উপস্থাপনায়, অরিন্দম গোস্বামীর পরিচালনায় এবং কণাদ বণিক এর প্রয়োজনায় এই নিবেদন৷
কুঁড়েঘরে থাকা একটি ছোট ছেলে ঢাকি সম্প্রদায়ের মুখপাত্র হিসেবে তাদের শোচনীয় দুর্দশার কথা জানায়৷ ছোট ছেলেটি মনে করে যে দুর্গাপূজার দিনগুলোতে সে ঢাক বাজাতে পারবে না। ঘরে তার অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত বাবা, তাকে নিয়ে উদ্বেগে দিন কাটছে৷ তারা একসঙ্গে এই বছর কি পুজোর দিনগুলো আনন্দে কাটাতে পারবে? দেবতা স্বয়ং কী উত্তর দিলেন।
বিধাতা কী লিখেছেন তাদের ভাগ্যে? এর উত্তর পাওয়া যাবে VIRINGI নামক নতুন ইউটিউব চ্যানেলে৷ FABLE FRAME MOTION PICTURE LLP এর নতুন YOUTUBE চ্যানেল আসছে মহালয়াতে৷
একগুচ্ছ নতুন মুখেদের দেখা যাবে৷ ঈশান ঘোষ (ছোট ছেলে), প্রিয়াংশী বারিক (ছোট মা দুর্গা), কণাদ বণিক (পক্ষাঘাতগ্রস্ত বাবা) এবং সিমরন ভট্টাচার্য (মা)। বারুইপুর, ঘুটিয়ারি শরীফ, জোকা, খেয়াদা গ্রাম, রাজপুর এবং সোনারপুরে শুটিং হয়েছে।
No comments:
Post a Comment