দেবাশিস ঘোষ , চাঁচল : রবিবার গভীর রাতে বাড়ির সামনে থেকে টোটো চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় ।মালদহের চাঁচল থানার শ্রীরামপুর গ্রামের ঘটনা । ওই টোটোর মালিক রঞ্জন দাস চাঁচল থানায় সোমবার লিখিতভাবে অভিযোগ জানান । পুলিশ জানিয়েছে , ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।
জানা যায় , শ্রীরামপুর গ্রামের বাসিন্দা রঞ্জন দাস কিছুদিন আগে ঋণ নিয়ে টোটোটি কিনেছিলেন ।বাড়ির সামনে রাতে টোটোটিকে চার্জে বসিয়ে ঘুমোতে যান ।সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন বাড়ির সামনে টোটোটি নেই । খোঁজাখুঁজির করেও তিনি টোটোর সন্ধান পান নি। তিনি পুলিশের দ্বারস্থ হন ।
ওই টোটোর মালিক রঞ্জন দাস বলেন ,“বাড়ির সামনে রাতে টোটোটিকে চার্জে বসিয়ে ঘুমোতে যাই ।সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে টোটোটি নেই খোঁজাখুঁজির করেও টোটোটি খুঁজে পাইনি । চাঁচল থানায় এসেছি । পুলিশকে গোটা ঘটনাটা বলেছি ।”
তিনি আরোও বলেন , ওই টোটো চালিয়েই আমার সংসার চলত ।এখন কীভাবে সংসার চালাব বুঝতে পারছিনা ।”
No comments:
Post a Comment