সত্যজিৎ-সৌমিত্র স্মরণে শহরে অনুষ্ঠান - Songoti

সত্যজিৎ-সৌমিত্র স্মরণে শহরে অনুষ্ঠান

Share This

 

সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী এবং সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে কলকাতার আই .সি.সি.আর এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে হয়ে গেল এক সঙ্গীত সন্ধ্যা "দেখোরে নয়ন মেলে"।অনুষ্ঠানের আয়োজনে কৌশিক ইভেন্টস এবং শ্যাম সরকার।

নানা গানে,যন্ত্র সঙ্গীতে,কবিতা পাঠে এই দুই কিংবদন্তিকে স্মরণ করলেন এই শহরের বেশ কিছু বিশিষ্ট শিল্পীরা।এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণের মধ্যে ছিল আর.জে রাজার পাঠে রবীন্দ্রনাথের হঠাৎ

 দেখা,অরিজৎ চক্রবর্তীর কন্ঠে আহা কি আনন্দ আকাশে বাতাসে,শৈরিন্ধ্রী দাশগুপ্তর কন্ঠে ঘরে বাইরে ছবির বিধির বাঁধন কাটবে তুমি,সুজয় ভৌমিকের কন্ঠে এক যে ছিল রাজা,গৌরব সরকারের নিবেদনে শাওন রাতে যদি,অরিত্র দাশগুপ্তের কন্ঠে হাজার টাকার ঝারবাতিটা, ম্যান্ডোলিনে হয়তো তোমারি জন্য

 পরিবেশন করেন শুভম কাঞ্জিলাল, প্রিয়া ভট্টাচার্যের কন্ঠে এই শহর থেকে আরো অনেক দূরে, সোমদত্তা ব্যানার্জির কন্ঠে ও যে মানে না মানা,দেবায়ণ মজুমদারের এস্রাজ বাদনে তুমি রবে

 নীরবে,সৌভিক মুখোপাধ্যায়ের সেতারে সত্যজিৎ কৃত সুরের কোলাজ বিশেষ ভাবে উল্যেখযোগ্য করোনার আবহে গত বছর কোনো অনুষ্ঠানই করা সম্ভব হয়নি তাই এই বছর সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী পূর্ণ হওয়ার প্রাক্কালে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বিশেষ ভাবে নজর কাড়লো।

No comments:

Post a Comment