ইকোল ইনটুইট ল্যাব স্নাতক ও স্নাতকোত্তর ডিজাইন প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহবান করছে - Songoti

ইকোল ইনটুইট ল্যাব স্নাতক ও স্নাতকোত্তর ডিজাইন প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন আহবান করছে

Share This
কলকাতা: টেকনো ইন্ডিয়া গ্রুপ এর সঙ্গে পার্টনারশিপ এর মাধ্যমে তৈরি বিশ্বব্যাপী প্রশংসিত ডিজাইনিং, ডিজিটাল ও স্ট্র্যাটেজি ক্রিয়েশন এর ক্ষেত্রে নামি ফরাসি শিক্ষা প্রতিষ্ঠান, ইকোল ইনটুইট ল্যাব তাদের কলকাতা ক্যাম্পাসে 2021 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চক্র শুরু করেছে। সারা বিশ্বে এই প্রতিষ্ঠান-এর পাঁচটি ক্যাম্পাস রয়েছে। এগুলি হল- প্যারিস, মারসেই, মুম্বাই, কলকাতা এবং সাও পাওলো। এই স্কুল তাদের ফাইন আর্টসে ব্যাচেলর, ভিসুয়াল কমিউনিকেশনে ব্যাচেলার অফ ডিজাইন, গেম আর্ট ও ডিজাইন-এ ব্যাচেলার, ডিজিটাল প্রোডাক্ট ডিজা্ইনে ব্যাচেলর এবং এডভার্টাইজিং,




 ডিজাইন ও ডিজিটাল কমিউনিকেশন প্রোগ্রাম-এ মাস্টার্স ডিগ্রির জন্য ভর্তির আবেদন আহবান করছে। ভর্তির জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের পছন্দসই কোর্সের জন্য 1000 টাকা প্রদান করে একটি অনলাইন ডিজাইনের প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য আবেদন করতে হবে। আবেদনকারীদের প্রবেশিকা পরীক্ষার স্কোর বিবেচনা করে নির্বাচিত করা হবে। এরপর তাদের ব্যক্তিগত সাক্ষাৎকার এবং সৃজনশীল শিল্পকর্মের বিষয়গুলি বিবেচনা করা হবে। ব্যাচেলর অব ডিজাইন কোর্স গুলি 4 বছরের মেয়াদী একটি প্রোগ্রাম যা ইন্ডাস্ট্রি- অ্যাকাডেমিয়া কোলাবরেশন এ তৈরি এবং এতে থাকছেন 70+ ভিজিটিং ফ্যাকাল্টি সদস্য। ক্রিয়েটিভ ডিরেক্টর থেকে স্টুডিও হেড এবং কপিরাইটার, এই গ্রাফিক ডিজাইন টিচিং ফ্যাকাল্টি কয়েক দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের নিয়ে তৈরি। এই কোর্সের অংশ হিসেবে থাকছে দুটি বাধ্যতামূলক ইন্টার্নশিপ। শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের পরীক্ষামূলক শিক্ষার গ্যারান্টি দেওয়া হয় যা তাদের কেরিয়ারকে সফলভাবে গড়ে তুলে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। একইরকমভাবে, ব্যাচেলর অব গেম আর্ট এন্ড ডিজাইন প্রোগ্রামের জন্য সহযোগিতা করছে দুটি শীর্ষস্থানীয় গেম- ডেভলপিং কোম্পানি- ইউবিআইসফট। শিক্ষার্থীদের চূড়ান্ত বর্ষের ডিগ্রি শেষ করার বিকল্প রয়েছে স্কটল্যান্ড এর এবারটে বিশ্ববিদ্যালয়ে। চার বছর পরে, শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গেম ডেভলপিং-এর বিভিন্ন দিকগুলি তে নিমগ্ন থেকে প্রয়োজনীয় সফটওয়্যার কৌশলগুলি শেখা থেকে শুরু করে আর্ট এর ক্ষেত্রে দক্ষতা অর্জন, ইত্যাদির মাধ্যমে ব্যাচেলর অব গেম আর্ট এন্ড ডিজাইন প্রোগ্রাম এর লক্ষ্য, গেম ডিজাইন এ উচ্চ মাত্রার জ্ঞান সহ ইন্ডাস্ট্রি- রেডি শিক্ষার্থী তৈরি করা। এডভার্টাইজিং, ডিজাইন ও ডিজিটাল কমিউনিকেশন-এ মাস্টার্স ডিগ্রি-টি হল 2 বছরের পূর্ণ সময়ের প্রোগ্রাম যা সমস্ত শাখার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এতে রয়েছে বিদেশে 2 সপ্তাহের কর্মশালা এবং 3 মাসের বাধ্যতামূলক ইন্টার্নশিপ। এই প্রোগ্রামের লক্ষ্য, শিক্ষার্থীদের সামনে আন্তর্জাতিক দিগন্তকে উন্মুক্ত করা। ব্র্যান্ডিং, ক্রিয়েটিভ রাইটিং থেকে শুরু করে ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন ইত্যাদি বিষয়গুলি পুরো মাত্রায় থাকে এই কোর্স এ। এর ফলে শিক্ষার্থীরা ডায়নামিক কমিউনিকেশন ইন্ডাস্ট্রি-র বিষয়ে সামগ্রিক ধারণা তৈরি করতে পারে। ভর্তির বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ইকোল ইউটিউব ল্যাব এর কান্ট্রি হেড ইয়ান গ্যারিন বলেন, 'ডিজাইন হল ফরাসি ও ভারতীয়দের ঐতিহ্যের একটি পরম্পরাগত অংশ। ডিজাইনের ক্ষেত্রে ভারতের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এই কারণেই এই দেশে আমাদের দুটি ক্যাম্পাস রয়েছে। এই আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের সাহায্যে আমরা চাই ভারত থেকে আসা শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে সুযোগ পাক এবং তাদের ডিজাইনের বিষয়ে সহজাত আবেগের মাধ্যমে তারা গোটা বিশ্বকে অন্বেষণ করুক। অতিমারিজনিত কারণে শিক্ষার্থীরা আবার অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা আমাদের এই ভর্তি প্রক্রিয়াকে সহজ ও মসৃণভাবে করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করছি।'

No comments:

Post a Comment